এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো)

Ethnic Community Development Organization (ECDO)

মিশন

একডো’র মিশন হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষমতা নিশ্চিত করাসহ সমাজে তাদের একটি ইতিবাচক স্থায়ী পরিবর্তৃন নিয়ে আসার লক্ষ্যে সবার অংশগ্রহণ ও অংশিদারিত্বের ভিত্তিতে কাজ করে যাওয়া। একডো তার কার্যক্রম বাস্তবায়নে ‘অধিকার ভিত্তিক পন্থা’ এবং ‘সেবা প্রদান পন্থা’ উভয় পদ্ধতিতেই কার্যক্রম পরিচালনা করে থাকে।